প্রকাশিত: Wed, Dec 20, 2023 7:09 PM
আপডেট: Tue, Jul 1, 2025 5:04 PM

[১] চট্টগ্রাম-৫ হাটহাজারী নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন ব্যারিস্টার আনিস

মোহাম্মদ হোসেন,হাটহাজারী: [চট্টগ্রাম- সংসদীয় আসনে জোট প্রার্থী ব্যারিস্টার আনিসুর ইসলাম মাহমুদ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রতীক বরাদ্দের পর দ্বিতীয় দিনে চট্টগ্রামের হাটহাজারী এলাকার মেখল ইউনিয়নের িিব্ভন্ন স্থানে গণসংযোগ করছেন তিনি।

[বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত  উপজেলার মেখল ইউনিয়নে নির্বাচনী প্রচারণা অংশ নেন্। বিকালের দিকে ইছাপুর বাজারে গণসংযোগ করেছেন। এর আগের দিন চট্টগ্রাম (বায়েজিদ আংশিকএর চট্টগ্রাম লিংক রোড় থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।

[ সময় তার সাথে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরীসাবেক যুব  ক্রীড়া সম্পাদক আলহাজ্ব মনজুরুল ইসলাম চৌধুরীসহ অনেকেই। 

উপজেলার ১৪টি ইউনিয়ন  চট্টগ্রাম সিটি করপোরেশনের  নম্বর দক্ষিণ পাহাড়তলী   নম্বর জালালাবাদ ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম- হাটহাজারী সংসদীয় আসন।

[২০০৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত হাটহাজারী আসনটি বিএনপির দখলে ছিল। ২০০৮২০১৪  ২০১৮ সালে টানা তিনবার জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রতিবারই আওয়ামী লীগ থেকে এম  সালামকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে আনিসুল ইসলাম মাহমুদকে আসনটি ছেড়ে দিতে হয়েছে তাঁকে।

[ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন,আমি বহু বছর ধরে হাটহাজারীবাসীর সাথে ছিলাম এবং আছি। আমি সব সময় চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার জন্য। আমি হাটহাজারীবাসীর কাছে কৃতজ্ঞতা জানাতে চাইযখনই আপনাদের কাছে এসেছিতখনই আপনারা আমাকে ফিরে দেননি। আমি  পর্যন্ত  বার নির্বাচন করেছি। আমি হাটহাজারীকে সন্ত্রাসী মুক্ত  শান্তির জনপদে পরিণত করেছি  এখানে খুনরাহাজানি নেই বললেই চলে। মানুষ এখন তাদের জীবনের নিশ্চয়তা নিয়ে বাস করছেন।